গতকাল কে ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সেই উপলক্ষে জলপাইগুড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো

নিজস্ব সংবাদদাতা : গতকাল কে ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষে ক্রান্তি ব্লকে কাঁঠাল গুড়ি মোরে জলপাইগুড়ি জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচি দপ্তরের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলমের সহযোগিতায় মানসিক রোগ কি এবং তার চিকিৎসা কিভাবে করা হয় সেই বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো কাঁঠালগুলি একরামিয়া এম, এস, কে, মাদ্রাসাতে। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মহাদেব মন্ডল এবং ডঃ এম মুখার্জি মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অফিসার জলপাইগুড়ি ,আলোচনায় বিস্তারিতভাবে মানসিক রোগের লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে আলোচনা করেন।সভায় উপস্থিত ব্যক্তিরা মনোরোগ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা তার উত্তর দিয়ে থাকেন ছাড়াও কিছু কিছু রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মহাদেব মন্ডল জানালেন, বর্তমান সমাজে মানুষ মনোরোগ বিষয়ে সচেতন নয়, বিশেষত গ্রাম বাংলায় অনেক মানুষ মনোরোগ বিষয়ে অবহেলা করে থাকেন, সে বিষয়ে মানুষকে সচেতনতা করতে আমাদের এই ধরনের কর্মসূচি বলে তিনি জানালেন, এছাড়াও সরকারিভাবে সমস্ত রকমের চিকিৎসা বিনামূল্যে করা হয় বলে তিনি জানিয়েছেন। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ মহাদেব মন্ডল ও জলপাইগুড়ি জেলা হাসপাতাল মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম অফিসার ডক্টর এ, মুখার্জি, জলপাইগুড়ি জেলা মানসিক স্বাস্থ্য বিষয়ক সোশ্যাল ওয়ার্কার বৈশালী রায়, বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলম, পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরী সদস্য বাসুদেব চক্রবতী প্রমূখ।