অমিতাভ বচ্চন, সাত হিন্দুস্তানি সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন ৫০০০ টাকা

নিজস্ব সংবাদদাতা : আজ অমিতাভ বচ্চনের জন্মদিন, ৮০ বছর বয়সে পদার্পণ করলেন অমিতাভ। বলিউডের তারকা সুপার স্টার বলিউড কে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। শোলে, মুকাদ্দার কা সিকান্দার, জঞ্জির, একের পর এক হিট ছবির উপহারে বলিউড কে সাজিয়ে ছিলেন তিনি। ৭০-৮০ দশকে অমিতাভ বচ্চনের সিনেমা দেখবার জন্য, সিনেমায় লম্বা লাইন পড়তো। মেটেনি,ইভিনিং, নাইট শো গুলিতে সিনেমা হল থাকতে হাউসফুল।

     

     

    তবে অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অমিতাভ বচ্চন। ছোটবেলা থেকেই তার সিনেমায় অভিনয় করবার ইচ্ছা প্রকর্ট ছিল। ১৯৬৯ সালে সাত হিন্দুস্তানি নামে একটি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সিনেমায় তার চরিত্র ছিল এক কবির, নাম আনোয়ার আলী। এই সিনেমায় অভিনয় করবার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা। তার অভিনয় যথেষ্ট নজর কেড়েছিল, সে সময়কার বিখ্যাত অভিনেত্রী মিনাকুমারী ও অমিতাভের অভিনয়ের প্রশংসা করেছিলেন।