পিজি হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলো ছোট শিশু 

নিজস্ব সংবাদদাতা :জন্মের পর থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত দেড় মাস বয়সের ছোট্ট শিশু , নাম শুভ সাহা। শিশুটি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত পূর্ব ফকদই বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন তার বাবা- মায়ের। জানা গেছে, চলতি বছরে গত ২৬মার্চ দিল্লিতে জন্ম হয় শিশুটির। সেখানে ধরা পড়ে ছোট্ট শিশুটি দুরারোগ্য রোগে আক্রান্ত। তবে বাবা মায়ের আর্থিক সংগতি না থাকার কারণে, সেখান থেকে ছোট্ট শিশুটিকে নিয়ে শিলিগুড়িতে চলে আসে শিশুটির বাবা ও মা। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানকার চিকিৎসকেরা তাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করবার পরামর্শ দেন। মাটিগড়ার একটি বেসরকারি হাসপাতালে শুভর অস্ত্র পাচারের জন্য প্রায় ব্যয় এর পরিমাণ পাঁচ লক্ষ টাকা হবে এই কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। শুভর বাবা কার্তিক সাহা পেশায় তিনি একজন ফার্নিচার কারিগর । তবে ছেলের এই মারণ রোগে আক্রান্ত হওয়ার পর থেকে সেই কাজও হাতছাড়া হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে ছেলের চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল তার পরিবারের। এমন পরিস্থিতিতে শহরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানায় ওই ছোট্ট শিশুর পরিবার। তাদের আবেদনে শহরের অনেকেই সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর গত মাসের ২২ তারিখ কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে সেখানে ২৭ তারিখ তার অস্ত্রোপচার হয়।এরপর অবশেষে বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই এলাকার মানুষেরা ওই ছোট্ট শিশুটিকে দেখবার জন্য শিশুটির বাড়ি যান।