জন সুরক্ষা (PSA) আইনে গ্রেফতার করা হল প্রাক্তন আইএএস অফিসার ও জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রধান শাহ ফায়জল

নতুন গতি নিউজ ডেস্ক: জন সুরক্ষা আইনে গ্রেফতার করা হল প্রাক্তন আইএএস অফিসার ও জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রধান শাহ ফায়জল৷ এর আগে এই আইনে গ্রেফতার করা হয়েছিলো জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। এই আইনে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে কোনও শুনানি ছাড়াই তাকে টানা তিন মাস আটক করে রাখা যেতে পারে তাঁকে। প্রয়োজনে সেই মেয়াদ বহু বার বাড়ানো যেতেও পারে।

    গত বছর ১৪ অগস্ট থেকে শাহ ফায়জল প্রিভেন্টিভ কাস্টডিতে ছিলেন৷ তাঁকে আটক করা হয়৷ পরে স্থানান্তরিত করা করা হয় শ্রীনগরের এমএলএ হস্টেলে৷এটা এখনও পরিষ্কার নয় যে, শাহ ফায়জলকে এমএলএ হস্টেলের সাব জেলে রাখা হবে কিনা৷কী কারণে, আটক ফয়জল? উত্তর এড়ায় জম্মু-কাশ্মীর প্রশাসন। এমনকী এখন তাঁকে জনসুরক্ষা আইনে গ্রেফতার করার কারণ নিয়েও কোনও উত্তর নেই প্রশাসনের কাছে৷