অফিস ছুটি নিয়ে নিজের ঊর্ধ্বতন আধিকারিককেই খুন করলেন এক সরকারি কর্মী

নিজস্ব সংবাদদাতা : অফিস ছুটি নিয়ে নিজের ঊর্ধ্বতন আধিকারিককেই খুন করলেন এক সরকারি কর্মী৷ এমন কি, খুনের পর নিজের সরকারি আবাসনের বাগানেই দেহ পুঁতে দিয়ে সিমেন্ট দিয়ে জায়গাটি ঢালাই করে দেয় অভিযুক্ত৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির আর কে পুরম এলাকায়৷

     

    এই ঘটনায় ইতিমধ্যেই অনীশ নামে অভিযুক্তকে গ্রেফতার করেেছ পুলিশ৷ জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছে ওই সরকারি কর্মী৷ মহেশ নামে নিহত ওই ব্যক্তি সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স অফিসার কমপ্লেক্সে সারভেয়র পদে কর্মরত ছিলেন৷ অভিযুক্ত অনীশের দাবি, মহেশ তার থেকে ৯ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিল না৷ এমন কি, তার প্রেমিকাকেও ওই আধিকারিক উত্যক্ত করছিলেন বলে অভিযোগ করেছে অনীশ নামে খুনে অভিযু্ক্ত সরকারি কর্মী৷তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজের বসকে খুন করার জন্য গত ২৮ অগাস্ট অফিস ছুটি নিয়েছিল অনীশ৷ খুনের পরিকল্পনা করার পর সে দিল্লির লাজপত নগর এবং সাউথ এক্সটেনশন মার্কেটে যায়৷ সেখান থেকেই খুন এবং দেহ লোপাটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে অনীশ৷ দেহ লোপাটের জন্য ৬ ফুটের এটি পলিথিনের কভারও কেনে অভিযুক্ত৷

     

    এর পরেই মহেশ নামে ওই সরকারি কর্তাকে নিজের আবাসনে ডেকে পাঠায় অনীশ৷ দুপুরের দিকে আরকে পুরমের সেক্টর ২-এ অনীশের আবাসনে পৌঁছন মহেশ৷ সেখােনই ভারী একটি অস্ত্র দিয়ে প্রথমে মহেশের মাথায় আঘাত করে অনীশ৷

     

    এই ঘটনার পরই সোনপথে নিজের আবাসনে ফিরে যায় অনীশ৷ পরের দিন ফিরে এসে নিজের আবাসনের বাগানে দেড় ফুট গভীর একটি গর্ত খোঁড়ে সে৷ তার মধ্যেই নিজের বসের দেহ চাপা দিয়ে েদয় অনীশ৷ এর পর সিমেন্ট িদয়ে জায়গাটি ঢেকে দেয় সে৷

     

    যোগাযোগ করতে না পেরে নিহতের পরিবারের পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ জানানো হয়৷ এর পরেই তদন্ত শুরু করে পুলিশ৷ যার সূত্রে সামনে আসে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড৷