জম্মু-কাশ্মীর পর্যটকদের কাছে সব সময় আকর্ষণীয়

নিজস্ব প্রতিবেদক:- জম্মু-কাশ্মীর পর্যটকদের কাছে সব সময় আকর্ষণীয়। জম্মু কাশ্মীরের গুলমার্গ এলাকায় পর্যটকদের জন্য তৈরি হয়েছে ইগলু ক্যাফে। ইতিমধ্যেই এই ক্যাফে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই ইগলু ক্যাফে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে বলে জানা গিয়েছে সুইজারল্যান্ড এর ইগলু হোটেলগুলোর থেকে বিশেষ অনুপ্রেরণা নিয়ে এই ক্যাফে তৈরি করা হয়েছে । দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্য এই পদক্ষেপ। বরাবর ভূস্বর্গ কাশ্মীর পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। প্রচুর মানুষ প্রতিবছর জম্মু-কাশ্মীরে বেড়াতে যান। এবার গুলমার্গ এর এই ক্যাফে আরো বাড়তি চাহিদা পর্যটকদের কাছে সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। আগামী 15 ই মার্চ পর্যন্ত খোলা থাকবে পর্যটকদের জন্য।