করোনার প্রাক্কালে পরিযায়ী শ্রমিকদের প্রতি করুণার নিদর্শন বীরভূমের জেলার তাঁতিপাড়ায়।

সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি: করোনা ভাইরাসের আশঙ্কায় আশঙ্কিত বহু মানুষ গৃহবন্দি কিন্তু পেটের তাগিদে যে সমস্ত ব্যাক্তি শ্রমিকের ও কাজে গিয়ে আটকে পড়া শ্রমিকরা অসহায় অভুক্ত অবস্থায় দুঃশ্চিন্তার মধ্যে দিনযাপন করা থেকে় বাড়ি ফেরার মনস্থির করে এবং কোলে বাচ্চা সহ চল্লিশ জন পুরুষ মহিলা শ্রমিক বিহারের ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দেয় বোলপুর মমহকুমার জয়দেব এলাকার থেকে।বিবরনে প্রকাশ প্রতিবছরের ন্যায় এবছরও পরিবারের সকল সদস্য মিলে ইঁট ভাঁটাতে কাজ করতে আসে, লকডাউনের প্রভাব ইঁট ভাঁটাতে তেমন না পড়লেও সম্প্রতি জলবৃষ্টির কারণে ভাঁটার কাজ বন্ধ, রোজগার ও বন্ধ তাছাড়া খাবার সঙ্কট ইত্যাদি কারণে পায়ে হেঁটে হেঁটে বাড়ীর পথে রওনা। অভুক্ত অবস্থায় ক্লান্ত শরীরে পায়ে হেঁটে যাবার পথে রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামের চন্ডীনগর পাড়ার বাসিন্দাদের কাছে খবর পৌঁছতে তড়িঘড়ি কিছু মানুষ ছুটে আসে মানবিকতার কারণে। পরিযায়ী শ্রমিকদের স্থানীয় গাছের নিচে বসিয়ে শুরু হয় বাড়ি বাড়ি ভাত তরকারি সংগ্রহ, তৎপরতার সাথেই ওই 40 জন শ্রমিকের খাওয়ার ব্যবস্থা করেন নিজেদের উদ্যোগে এবং রাস্তায় যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য টাকা ও শুকনো খাবার দেওয়া হয় পাড়া থেকে চাঁদা করে । স্বভাবতই তাতিপাড়া চন্ডী নগর পাড়ার বাসিন্দাদের এই মানবিক উদ্যোগে খুশি পরিযায়ী শ্রমিকরা। আজকের এই মহান সেবার কাজে নেতৃত্ব দেন তাতিপাড়া চন্ডী নগর পাড়ার বাসিন্দা.. সমাজসেবী… মিঠুন ঘোষ।