|
---|
সংবাদদাতা : খড়িবাড়ি,শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন।শেষ মুহূর্তের প্রচার কর্মসূচিতে রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়ে। উল্লেখ্য উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা ৩৮ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী খড়িবাড়ি , আন্দুলিয়ার ঘরের ছেলে পীরজাদা হাজী একেএম ফারহাদ।প্রচার কর্মসূচির শেষ দিন টাকি রোড গোলাবাড়ি ও খড়িবাড়িতে জনসভায় সাধারণ মানুষের উপছে পড়া ভিড় চোখে পড়ে। বক্তব্য রাখেন প্রার্থী একেএম ফারহাদ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, বিদায়ী বোর্ডের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ইফতেখার উদ্দিন, আব্দুল মান্নান আলি,আসের আলি মল্লিক,আরসাদ আলি, মনিরুল ইসলাম, আব্দুল হাই, এসরাইল, মেসবাহউদ্দিন সেকেন্দার আলী, রবিউল ইসলাম, প্রমুখ।