|
---|
নিজস্ব সংবাদদাতা : ডাবগ্রাম দুই নম্বর পঞ্চায়েত এলাকায় সাংবাদিক বৈঠকে মেয়র ,যারা দল বিরোধী কাজ করবেন তাদের আর দলে নেওয়া হবে না। এদিন ফুলবাড়িতে সাংবাদিক বৈঠকে এসে জানালেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মেয়র জানান যারা দল বিরোধী কাজ করেছে তাদের ইতিমধ্যেই দল থেকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য তারা অনুরোধ করলেও তাদের আর দলে ফেরানো হবে না। উক্ত বিষয়টি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে।
গৌতম দেব আরো জানান,তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তবে এখানকার বিধায়ক কোনো কাজ করেননি। মানুষ সুযোগ দিলে আমরা আবার এই এলাকায় উন্নয়ন করব। প্রসঙ্গত ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাটিকে শিলিগুড়ি পুরনিগমের আওতায় আনার অনুরোধ জানানো হবে, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাও করা হবে বলে জানান ।