|
---|
নিজস্ব প্রতিবেদক:- মালদা জেলার ইংরেজবাজারে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। মৃত যুবকের নাম শুভজিৎ বসাক (১৯)। মৃতদেহের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন মৃত যুবকের পরিবার। তার দুই বন্ধুর বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় একটি কাপড়ের দোকানে তিনি কাজ করতেন। রবিবার সন্ধ্যা বেলায় কাজ শেষ হওয়ার পর দুই বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন শুভজিৎ। কিন্তু, তারপরে আর ঘরে ফেরেননি। রক্তাক্ত অবস্থায় শুভজিৎকে মালদা মেডিকেল কলেজ ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শুভজিতের মা রুমা বসাক বলেন, ‘আমার ছেলে কাপড়ের দোকানে কাজ করত। সন্ধে সাতটার সময় দোকান বন্ধ হওয়ার পর ওর দুই বন্ধু দ্বীপ এবং রাহুল দুজনে ওকে ডেকে নিয়ে গিয়েছিল। রাত ১১ টার পরে ঘরে না ফেরায় দ্বীপ আবার বাড়ি এসে শুভজিতের খোঁজ করে।’মৃত যুবকের মা আরও জানান, ‘দীপ এবং রাহুলের সঙ্গেই শুভজিৎ ছিল। তার পরেও আবার বাড়িতে আমার ছেলের খোঁজ করতে আসে। আমি ওদের সঙ্গে বেরোতেই দীপ আমার ছেলে হাসপাতালে ভর্তি থাকার কথা জানায়।’ তার অভিযোগ, ‘দীপ এবং রাহুল আমার ছেলেকে মেরে ফেলেছে। ওরাই আমার ছেলেকে মেরে ফেলে ওরাই হাসপাতাল থেকে ফোন করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছে।’ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তারপরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।