চলছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : পঞ্চায়েত ভোটের মুখোমুখি এসে ও চলছে দলবদলের পালা। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের পক্ষ থেকে যেন-তেন প্রকারেণ ভোট বৈতরণী পার হওয়ার জন্য গ্রামে গ্রামে চলছে টাকা, জিনিসপত্র বিতরণ ও পাশাপাশি শাসানি। মানুষ তিতিবিরক্ত। তাই চলছে দলবদলের পালা। গত বুধবার ৫ই জুলাই বাদুড়িয়া ব্লকের সন্নিয়া গ্রামে তৃণমুল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করলো ২০০ জন তৃণমুল কংগ্রেসের নেতা ও কর্মী। আগত কর্মীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন বাদুড়িয়া ব্লকের কার্যকরী সভাপতি অসীম ব্যানার্জি মহাশয়।