দেশলাইয়ের কাঠি দিয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি করলো ইন্ডিয়া গেট

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; প্রজাতন্ত্র দিবস এক কলজে ছাত্র দেশলায় কাঠি দিয়ে তৈরি করলো ইন্ডিয়া গেট শান্তিপুর শহরের সৈকত সাধুখাঁ,গত দুর্গাপূজার সময় দেশলাইয়ের কাঠি দিয়ে বানিয়েছিলো অসাধারণ দুর্গা প্রতিমা! ছোটবেলা থেকেই পোড়ামাটি, থার্মোকল, নারকেলের মালা নানান উপাদানের অসাধারণ শিল্পকর্মের নেশা শান্তিপুর কলেজে বিয়ে পাঠরত এই ছাত্রের। বাবার ছোট্ট একটি চালের দোকান থেকে অল্প উপার্জনের কারণে, কোনদিন এ ধরনের কাজের প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি!

    তাতে কি! ইচ্ছা থাকলে হয়তো উপায় হয়েই যায়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি দেখে ঘর সাজানো বিভিন্ন সামগ্রী বানানোর অর্ডার পায় সৈকত। তবে পড়াশোনা শেষ করার পর , ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য শিল্প কর্মের মধ্যে যুক্ত হতে চায় পেশা হিসেবে ৯০০০ দেশলাইয়ের কাঠি আঠা দিয়ে লাগিয়ে, অসাধারণ ইন্ডিয়া গেট বানিয়েছে এবার! শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সাথেই অবশিষ্ট বারুদের অংশটি ফেলে না দিয়ে, কৃষকদের আন্দোলনে সমর্থন জানাতে একটি শিল্পকর্মের হাত লাগিয়েছেন সদ্য।