মান্যতা পেল ছাত্র পরিষদের দাবি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করলো সরকার

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : করোনা অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । কোনও রকম পরীক্ষা ছাড়াই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করা হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ । তিনি বলেন, ” বর্তমান করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা না ভেবে সশরীরে উপস্থিত থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলাম আমরা অর্থাৎ ছাত্র পরিষদ । এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছিলাম । আজ সরকারের পক্ষথেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণার পাশাপাশি বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের কথা কথা জানানোই আমি খুশি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।” অবশেষে তাদের দাবিই মান্যতা পেল বলে দাবি করেছেন সৌরভবাবু । একই দাবি ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক ননদীপ সাইরাস দাস ও রাজ্য ছাত্র পরিষদের সোশাল মিডিয়ার চেয়ারম্যান ফারুক আহমেদের । রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ননদীপবাবুর কথায়, ” এই করোনা অতিমারীতে সমস্ত পরীক্ষার্থীদের টীকাকরন না করিয়ে সশরীরে উপস্থিত থেকে যে পরীক্ষা নেওয়ার কথা ইতিপূর্বে সরকারের পক্ষথেকে বলা হয়েছিল, তা আমানবিক।”
উল্লেখ্য, বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে সশরীরে উপস্থিত থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছিল, তার তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ( ছাত্র পরিষদ )। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সশরীরে উপস্থিত থেকে নেওয়ার বদলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি জানিয়ে এব্যাপারে ৪ জুন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও লেখেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ । সোমবার অর্থাৎ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা সহ পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।