” দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ” ব্যাপক সাড়া ফেলেছে জনমানসে

সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার প্রায় 180 টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় “দুয়ারে সরকার” কর্মসূচি কে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে।

    অধিকাংশ ক্ষেত্রেই কোবিড বিধি মেনেই শিবির করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন, কিন্তু কিছু কিছু জায়গাতে জনজোয়ার কোবিড বিধি মানছে না। জনগণের মধ্যেই এখন পর্যন্ত সচেতনতার বড় অভাব রয়েছে। এই বিষয়ে সুম্পুর্ন ভিন্ন ছবি দেখা গেলো সোনামুখী থানার পিয়েরবেড়া গ্রাম পঞ্চায়েতে।এই পঞ্চায়েত এর দুযারে সরকার কর্মসূচির শিবির অনুষ্ঠিত হচ্ছে বড় চাতরা হাই স্কুলে। এলাকায় বিশালতা কথা চিন্তা করে এবং কোবিড পরিস্থিতির কথা মাথায় রেখে 3দিন শিবির চলেছে। লক্ষীর ভাণ্ডার প্রকল্প এর জনপ্রিয়তার কথা চিন্তা করে 1 দিন শুধু এই প্রকল্প এর জন্য রাখা হয়েছে। শিবিরে কোথাও কোনো ভিড় নেই। মহিলারা লাইন দিয়ে নিজেদের কাজ সরছেন। শুধু বাঁকুড়া জেলা নয় গোটা রাজ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সম্পুর্ণ ভাবে কোবিড বিধি মেনে দুয়ারে সরকার এর শিবির হয়েছে বা হচ্ছে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে।