আনিস খান হত্যাকাণ্ড: প্রতিবাদে নামলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

নতুন গতি নিউজ ডেস্ক: অনিস খান হত্যাকাণ্ডে, এবার প্রতিবাদে নামলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, আধিকারিক ও অধ্যাপকেরা। এই মিছিলে ছিলেন আনিসের বন্ধু মামন।

    মামনের বক্তব্য “ছেলেটা রাজনৈতিক ভাবে সচেতন ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলত। বামপন্থী আদর্শেই বিশ্বাসী ও। আনিস সব সময় অন্যদের নিয়ে ভাবত। বিশেষ করে, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণিদের নিয়ে কথা বলতো।” এর সাথে তিনি জানালেন আনিসের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা।

    বিশ্ববিদ্যালয়ের চত্বরে যখন প্রতিবাদী মিছিল ঘুরছে, মামনের সেখানে হাঁটা হল না। চুপচাপ ফিরে গেলেন বাংলা বিভাগে। যাওয়ার আগে শুধু বলে গেলেন, “আনিস মানে একটা প্রতিবাদী মুখ। সব সময়েই।”