দিল্লি দাঙ্গায় গান্ধী পরিবারকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট

নতুন গতি নিউজ ডেস্ক: ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, পরবেশ বর্মা, অভিনেত্রী স্বরা ভাস্কর, উমর খালিদ-সহ প্রায় ২৫ জনকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট।

    আবেদনকারীদের বক্তব্য ক্রমাগত নানা উসকানিমূলক মন্তব্যের জেরেই সেই সময় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিভিন্ন বক্তব্যের ভিডিও আদালতে দাখিল করা হয়েছে।

    সূত্রের খবর, তিন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, পরবেশ বর্মা, মিম নেতা আকবরুদ্দিন ওয়াইসি, আম আদমি পার্টির নেতা মণীশ তিওয়ারি, আমানাতুল্লা খানদের বক্তব্যকেই হিংসার পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। রাহুল, সোনিয়া এবং প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ ততটা গুরুতর নয়। তবু, আদালত তাঁদের এই মামলায় পার্টি করতে চায়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ২২ মার্চ। তার আগে এই নোটিসের জবাব চাওয়া হয়েছে রাহুল-সোনিয়াদের কাছে।