প্লাস্টিকের ব্যবহার রুখতে বিশেষ ব্যবস্থা নিল হাওড়া পুরসভা

নিজস্ব সংবাদদাতা : ক্ষেত্রেই তা ফেলে দেওয়া হয়। যার ফলস্বরূপ বর্ষাকালে প্লাস্টিক আর আবর্জনা নালায় আটকে গিয়ে জল নিকাশিতে সমস্যা তৈরি করে। আর সেই কারণে বর্ষা এলেই জল জমতে দেখা যায় বহু এলাকায়। বিগত কয়েক বছর ধরে এমনই সমস্যার সম্মুখীন হচ্ছে হাওড়া। তাই প্লাস্টিকের ব্যবহার রুখতে বিশেষ ব্যবস্থা নিল হাওড়া পুরসভা। সে ক্ষেত্রে কেউ প্লাস্টিকের ব্যবহার করলে জরিমানা দিতে হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নজরদারির জন্য টাস্কফোর্স গঠন করতে চলেছে হাওড়া পুরসভা।গতবছর বর্ষায় এমন সমস্যার সম্মুখীন হয়েছিল হাওড়া পুরসভা। প্লাস্টিক এবং আবর্জনা নালাতে আটকে যাওয়ায় জল বাইরে নিকাশিতে সমস্যা হয়েছিল। যার ফলে বহু বাড়িঘর এবং দোকানপাটে জল ঢুকে গিয়েছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। হাওড়া শহরকে প্লাস্টিকমুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুর প্রশাসন। প্রচারে কাজ না হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সূত্রের খবর, টাস্কফোর্স গঠন করে এই নিয়ে প্রচার চালাবে পুরসভা। তারপর প্রচারে কাজ না হলে সে ক্ষেত্রে জরিমানা নেওয়া হবে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে সেই জরিমানা নেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর।হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে সর্বোচ্চ ৫০০ টাকা ও ন্যূনতম ৫০ টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘টাস্কফোর্স গঠন করে প্লাস্টিক ব্যবহার রুখতে প্রচার চালানো হবে। না মানলে জরিমানা করা হবে। আবর্জনা তোলার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে।’ হাওড়া পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।