|
---|
নিজস্ব সংবাদদাতা :ছেলের আবদার মেটাতে নতুন সাইকেল কিনে দিয়েছিলেন বাবা। আর সেই সাইকেলই কাল হল। নতুন সাইকেল চালাতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত্যু হল সাড়ে ৫ বছরের শিশুর। গোটা গ্রামে এই মর্মান্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।
এমনই মন খারাপ করা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আদমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর গ্রামের বাসিন্দা মানস বেরার একমাত্র পুত্র ৫ বছর বয়সী অয়ন বেরা। শনিবার সাইকেল চালাতে গিয়ে বাড়ি লাগোয়া পুকুরে পড়ে মৃত্যু হয় তার। অয়নের আবদার মতো কয়েকদিন আগেই নতুন সাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা।স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো প্রিয় সাইকেল নিয়ে বেরিয়েছিল অয়ন। কিন্তু আর বাড়ি ফিরে আসেনি ছোট্ট অয়ন। পরিবারের সদস্যরা কিছু সময় পর খোঁজাখুঁজি শুরু করে, এবং বিকেলে নাগাদ বাড়ি লাগোয়া পুকুরে সাইকেল ও তার জুতো ভাসতে দেখা যায়। এর পরই পুকুরে তল্লাশি চালানো হয়। সন্ধে নাগাদ বাড়ি লাগোয়া ওই পুকুর থেকেই উদ্ধার হয় অয়নের নিথর দেহ। অয়নকে এভাবে হারিয়ে পরিবার ও এলাকাবাসীরা বাকরুদ্ধ।