|
---|
নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়িতে 90বছর বয়োসী ভোটার ভোট দিলেন। আজ সকালে ডলপাইগুড়ির আশুতোষ কলেজে ভোট দিতে এসেছিলেন জলপাইগুড়ির কদমতলার নকুল চন্দ্র।তার বাড়ি জলপাইগুড়ির মোহন্তপাড়াতে। ওই বৃদ্ব বয়োসের ভারে একেবারেই চলতে পারেন না। জানালেন যতদিন পারব মনে করবো ভোট দেব। কারন ভোট আমাদের গনতান্ত্রীক অধিকার। আর আমি তো গনতন্ত্রের পক্ষেই।তাকে ভোট দিতে নিয়ে আসলেন তার পাড়ার এক নাতি। তাকে দেখে জায়গা ছেড়ে দিলেন সবাই। ভোট দিয়ে ফেরবার পথে তিনি জানালেন আমি খুব খুশী। আগামী বছর লোকসভা আমি ভোট দিতে আসব বলে জানালেন তিনি।