|
---|
নিজস্ব প্রতিবেদক:-বন্ধুদের সঙ্গেই পাড়ার একটি বিয়ে বাড়িতে গিয়েছিল ছেলে। রাতে আর বাড়ি ফেরেনি। বিয়ে বাড়ি থেকেই এক বন্ধুর বাড়িতে রাতে ঘুমোতে গিয়েছিল। পর দিন সকালে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল কিশোরের দেহ। হাঁটু ভাঁজ করা। পা ঠেকে রয়েছে মাটিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের মন্সিপাড়ায়।মৃতের নাম শেখ জিৎ। বয়স ১৬। এ বছরেই বর্ধমান হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে জিৎ। ছেলেকে খুন করা হয়েছে, এই মর্মে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার।পুলিশ ও পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে পাড়ার একটি বিয়ে বাড়িতে গিয়েছিল জিৎ। সেখানে বন্ধুদের সঙ্গে নাচ-গান হৈ-হুল্লোড় করে সে। খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার সময় জিৎ বাবা শেখ আল্লারাখাকে ফোন করে জানায়, সে রাতে বাড়ি ফিরবে না। বন্ধু শেখ শরিফের বাড়িতে ঘুমোতে যাবে। তখন আপত্তি না করলেও পর দিন অর্থাৎ শনিবার সকালে জিতের দেহ উদ্ধারের পর আল্লারাখার দৃঢ় বিশ্বাস, ছেলে আত্মহত্যা করেনি। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।এই ঘটনার পর শরিফের সঙ্গে যোগাযোগ করেন আল্লারাখা। কেন জিতের এমন পরিণতি হল, তা জানতে চাওয়ায় শরিফই তাকে জানিয়েছে, ঘুমাতে দিচ্ছিল না বলেই মাঝরাতে সে জিতকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তার পর কি হয়েছে সে জানে না। বাড়ি থেকে বার করে দেওয়ার কথা জানালে বন্ধুকে বকাবকি করা হতে পারে, এই ভেবে জিতের পরিবারকেও কিছু জানায়নি সে।ছেলের রহস্য-মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে এই সমস্ত কথাই পুলিশকে জানিয়েছেন আল্লারাখা। পুলিশ এসে জিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। আত্মহত্যা না কি খুন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা।