|
---|
নিজস্ব সংবাদদাতা : ফুলবাড়ি ট্রাক টার্মিনাস থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি ট্রাক ট্রামিনাস থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এদিন শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। তারপর পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে বেলা ১২ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এরপর যুবকের মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। সূত্রে খবর মৃতদেহের পাশ থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। সেখানে থাকা একটি আইডেন্টিটি কার্ড থেকে জানা গেছে ওই যুবকের নাম রবি মার্ডি, যুবক জলপাইগুড়ির বাসিন্দা। স্থানীয়রা ওই যুবককে চিনতেন না বলে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।