|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঘরোয়া পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা।
মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে ডিডিসিআই সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় দুই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য ড.অমিতেশ চৌধুরী। আলোচনা,আবৃত্তি,সঙ্গীত, নৃত্য, গীটার বাদন,শ্রুতিনাটক, কুইজ উপস্থাপনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন সংগঠন পরিবারের সদস্যরা ও শুভানুধ্যায়ী শিল্পীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নাট্যকার জয়ন্ত চক্রবর্তী রচিত “পঁচিশে বৈশাখ” শ্রুতি নাটকটি।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি আনন্দ গোপাল মাইতি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রথীন দাস, সঙ্গীত শিল্পী শিক্ষক দীপঙ্কর শীট, সংস্কৃতি প্রেমী শ্বেতা মাইতি, সংস্কৃতি প্রেমী সুচন্দন বসু প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিংকু চক্রবর্তী। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের জেলা শাখার সভাপতি গৌতম বোস ও সুভাষ জানা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অমিতেশ চৌধুরী,রথীন দাস,প্রসূন কুমার পড়িয়া,মেখলা মাইতি,শ্রেয়শ সাহু,সৌমাভ সামন্ত,আরুষি রায়,সান্দ্রস্নিগ্ধ চৌধুরী, কাকলি জানা সামন্ত, মণীষিতা বোস,দুর্গাপদ মাসান্ত,অন্তরা বসু জানা, অরিন্দম দাস,সুতপা বসু,শবরী বসু চৌধুরী,সৌনক সাহু, নরসিংহ দাস,মণিকাঞ্চন রায়, শান্তনু ঘোষ প্রমুখ। এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত সুদীপ কুমার খাঁড়া,প্রিংয়াঙ্কা মাইতি রায়,শুভ্রাংশু শেখর সামন্ত,মৃত্যুঞ্জয় সামন্ত সহ অন্যান্যরা।সংগঠনের পক্ষে অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আল্পনা দেবনাথ বোস।