ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবিকতার নজির সৃষ্টি করলেন একজন হাফিজে কুরআন

আব্দুস সামাদ জঙ্গিপুর: ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানবিকতার নজির সৃষ্টি করলেন একজন হাফিজে কুরআন ।

    মুমুর্ষ রোগী মানিক চন্দ্র ৫২ রক্তাল্পতা নিয়ে ভর্তি হন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। তার হিমোগ্লোবিন ছিল মাত্র ৩.৪ । বিরল (নেগেটিভ) গ্রুপের রক্ত হওয়ায় পরিবারের লোক দাতা জোগাড় করতে ব্যার্থ হয়।

    পরিবারের লোক #bvbda সঙ্গে যোগাযোগ করেন । এই সংস্থার সদস্য গণ অনেক খুঁজে শেষ পর্যন্ত পাকুর জেলার মানিকপুর গ্রামের হাফিজে কুরআন রমজান শেখের সঙ্গে যোগাযোগ করেন ।

    তিনি শোনামাত্রই কাল বিলম্ব না করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে 40 কিমি দূর থেকে এই সন্ধ্যা বেলায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান এবং এক বিরল গ্রুপের রক্ত দান করেন।

    এই মহৎ দানের মধ্যদিয়ে তিনি প্রমান করে দিলেন আলেম সমাজ মানব সেবায় সবসময় অগ্রণী ছিল এবং আছে। আলেম সমাজ শুধু মাত্র মানুষের আত্মার পরিশুদ্ধি করার কাজেই নিবেদিত নন ,দেহ প্রাণ রক্ষার কাজেও সমান ভূমিকা রাখেন।

    “যে কারো জীবন বাচাল সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচাল” আল কুরআন ,সূরা মায়িদা আয়াত ৩২।

    তিনি পুরো কুরআন মুখস্থ করার পাশাপাশি একটি আয়াতের অংশের বাস্তব প্রয়োগও করে দেখালেন । তাঁর এই মহৎ দান অনেক মানুষকে উৎসাহিত করবে বলে আশা রাখি ।