জঙ্গিপুর হলুদ মিল মোড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা

জঙ্গিপুর হলুদ মিল মোড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা

     

     

     

     

     

    আব্দুস সামাদ, জঙ্গিপুর -: গত ৯তারিখ রানীনগর থানার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাজ্য কমিটির সদস্য এবং রাণীনগর ব্লকের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সভাপতি হাকিকুল ইসলামের উপর হামলা চালানো হয় তার প্রতিবাদে আজ জঙ্গিপুর হলুদ মিল মোড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজকের এই প্রতিবাদ সভা থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দায়িত্বশীলরা তথা বক্তারা বলেন হাকিকুল ইসলাম একজন সমাজ সেবী। তিনি সর্বদা সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে থাকেন। এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অন্যতম নেতা হাকিকুল ইসলাম।সামনে 2021 বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাকিকুল ইসলাম রানী নগর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলমের সাথে তিনার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে তারা জানান সামনে যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পরাস্ত করতে হবে এবং এই অপসক্তির বিরুদ্ধে।তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াই করতে হবে এই বিষয়ে আলোচনা করার জন্য তৃণমূল নেতা শাহ আলমের বাড়ি গিয়েছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এই নেতা।তিনার বাড়ি গিয়ে আলোচনায় বসার পরে পরেই শাহ আলমসহ তার গুণ্ডাবাহিনীরা হাকিকুল ইসলাম সহ তার সাথে থাকা ব্যক্তিদেরকে বেধড়ক মারতে শুরু করে।তারই প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চলছে বিক্ষোভ সমাবেশ। এবং এই তৃণমূল নেতা শাহ আলমের বিরুদ্ধে এফআইআর করেছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামের এই সংগঠনটি। এছাড়াও তিনারা বলেন ২৪ ঘন্টার মধ্যে যদি শাহ আলম কে এরেস্ট করা না হয় তাহলে আগামীতে আমরা এর চাইতে বৃহত্তর আন্দোলনে বসবো বলে জানান।