|
---|
নিজস্ব সংবাদদাতা: তিস্তা নদীর অসরক্ষিত এলাকায় জারি করা হল লাল সংকেত । জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা ।
পাহাড় এবং সমতলে চলছে অবিরাম বৃষ্টি , তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে । ২২০০ কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে । যার ফলে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদী গুলোতে জলস্তর বাড়তে শুরু করেছে । উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ জলপাইগুড়ি অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী জলপাইগুড়ি শহর ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে । পাশাপাশি ধূপগুড়ি ব্লক সংলগ্ন জলঢাকা নদীর পার্শবর্তী সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সংকেত ।