|
---|
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে ফের ১০ নম্বর জাতীয় সড়কে ধ্বস। যার ফলে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পঙ যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । একদিকে যেমন শিলিগুড়ি থেকে কালিম্পঙ এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে রয়েছে ।
অন্যদিকে সিকিম এবং কালিম্পঙ থেকে শিলিগুড়ি আসার পথে গাড়িও আটকে থাকার ফলে দু’দিকের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে । মঙ্গলবার সকালে বিরিক ধারার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে এই ধস নামে । ধস সরানোর জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী এবং ট্রাফিক পুলিশ পৌঁছেছেন ঘটনাস্থলে । ধস সরানোর কাজ চলছে জোড় কদমে ।এদিকে ধসের কারনে আটকে পড়েছে বহু মানুষ। বিশেষ করে যারা সিকিম থেকে শিলিগুড়ির দিকে নেমে আসছিলেন তারা মাঝপথে আটকিয়ে যান। এছারাও আটকিয়ে পড়ে বহু পন্যবাহী গাড়ী। ধস সরিয়ে কাজ করতে মাঠে নেমে পড়েছেন স্থানীয় মানুষ এবং প্রশাসন। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনদিন সময় লাগবে ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করতে। এদিন ধসের কারনে ফিরে যায় শিলিগুড়ি থেকে আসা বহু পন্যবাহী গাড়ী।ধসে কারো আহত হবার খবর পাওয়া যায় নি এখনো পযর্ন্ত।