যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে পাথর বোঝাই দশচাকা লরির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:- যাত্রীবাহী বেসরকারি বাসের (Private Bus) সঙ্গে পাথর বোঝাই দশচাকা লরির (Lorry)  সংঘর্ষে মৃত্যু (Death) হলো বাসের দুই যাত্রীর । পথ দুর্ঘটনাটি (Road Accident)  ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের (Birbhum) মল্লারপুরে (Mallarpur) । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বাসের যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।   আহত অবস্থায়  তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।আজ বেলা ১২ নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস । সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে লরিটির সঙ্গে বাসের মুখোমুখি  ধাক্কা লাগে।  বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙ্গে যায় । দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । দুই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।