|
---|
নিজস্ব সংবাদদাতা : অস্ত্রোপচারের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল মদন মিত্রকে (Madan Mitra)। এদিন মাহেশের জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir) গিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা। সেখানে মদন মিত্রের গলায় শোনা যায়, ”জয় জগন্নাথ, জয় মমতা (Mamata Banerjee)।”মন্দির চত্বরে প্রথম থেকেই কথা বলতে অসুবিধা হচ্ছিল মদন মিত্রের (Madan Mitra)। একেবারে ক্ষিন সুরে কথা বলছিলেন তিনি। অস্ত্রোপচারের পর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে হাসপাতাল ছেড়েছিলেন। এদিন মুখে তা না থাকলেও বেশিরভাগ সময়ে অঙ্গিভঙ্গি করে হাত নেড়েই আলাপ-চারিতা সারেন সবার সঙ্গে। যদিও মন্দির ছাড়ার আগে তৃণমূলের (TMC) প্রভাবশালী নেতার মুখে ছিল রাজনৈতিক বুলি।