হরিশচন্দ্রপুরে অজানা জ্বরে মৃত্যু এক যুবকের

হরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,১০ নভেম্বর:অজানা জ্বরে মৃত্য হল এক যুবকের। মৃতের নাম শঙ্কর মহালদার, বয়স ২২। মৃত শঙ্করের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের মহেন্দ্রপুর জিপির বাংরূয়া গ্রামে।পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে অজানা জ্বরে ভুগছিলেন তিনি।গত কয়েক মাস ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার।সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শুক্রবার সেখানেই মারা যায় সে। তার মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার তার মাটি হয়।মৃত শঙ্কর মহালদারের বাবা প্রদীপ মহালদার জানান, তার দুই ছেলে ও এক মেয়ে।শঙ্কর ছিল পরিবারের বড় । পেশায় জেলে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সুখের সংসার।গত চার মাস ধরে জ্বরে ভুগছিল৷ সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তাররা জানান, ইসিজি রিপোর্ট খুব খারাপ৷সেখানে ভরতির পর চিকিৎসা শুরু হয়৷ কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ তারপরেই মৃত্যু হয় শঙ্করের৷ চিকিৎসকের সঙ্গে কথা বলার পর পরিবারের সদস্যরা জানান, শ্বাসকষ্ট থেকে হার্ট অ্যাটাক হয় তার৷ সেই কারণে মারা যান তিনি৷ তবে এই মৃত্যু কেউই মেনে নিতে পারছে না৷ কী কারণে জ্বর আসছিল এবং চার মাস ধরে কেনই বা সে সেরে ওঠেনি সেটা জানা যায়নি।