|
---|
দেবজিৎ মুখার্জি, হলদিয়া: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিচারপতিদের একাংশ। ‘তল্পিবাহক’ বলে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তাঁর মন্তব্যকে ভাল চোখে দেখছেন না অনেকেই। বিরোধিতায় সরব রাজনৈতিক মহল।
হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।”