|
---|
নিজস্ব প্রতিবেদক:- মন্দিরবাজার(Mandirbazar) থানার বংশীধরপুর (bangshidharpur) হালদারপাড়া আইসিডিএস স্কুলে বজ্রপাতে জখম হয়েছে এক শিক্ষিকা সহ প্রায় ১৭ থেকে ১৮ জন ছাত্র ছাত্রী। বর্তমানে সকলেই নায়ারহাট ব্লক হসপিটাল এ চিকিৎসাধীন। বজ্রপাতে স্কুলের প্লাস্টার ভেঙে পড়ে।ক্লাস চলছিল তখন। আকাশের মুখ ভার ছিল। বৃষ্টি নামবে এমনই ভেবেছিলেন সবাই। কিন্তু আচমকাই বিশাল বজ্রপাত হয়। যার জেরে ছাত্র-শিক্ষিকা সহ আহত হয়েছেন ১৭ জন। ঘটনাটি ঘটেচে মন্দিরবাজারের বংশীধরপুর হালদারপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে। প্রতিদিনের মতো এদিনও দুপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে শিশুদের নিয়ে ক্লাস চলছি। সেই সময়ই এই ঘটনা ঘটে। উল্লেখ্য, ১ শিক্ষিকা-সহ ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হল নায়ারহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।