|
---|
সংবাদদাতা, মালদা : মালদা শহরে ৩৪ নং জাতীয় সড়কে বাধাপুকুর এলাকায়। সোমবার সন্ধ্যায় আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভ্যানচালকের । মৃত ভ্যানচালকের নাম রাজ্জু সেখ (৩৫) বাড়ি মালদার নিয়ামতপুর এলাকায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই জাতীয় সড়ক বন্ধ হয়ে পরে। পুলিশ সুত্রে জানাযায় সোমবার সন্ধা নাগাদ বাধাপুকুর এলাকায় এক লরি ভ্যান চালককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। এই ঘটনার পর ঘাতক লরি পলাতক। তার কাছে থাকা ফোন থেকে জানতে পারি তার বাড়ি ও নাম রাজ্জু সেখ বাড়ি নিয়ামতপুর এলাকায়। সুস্থানী মোর থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল সে বাধাপুকুরের কাছে এসে এক লরি ধাক্কা মারে ভ্যান এবং সাথেসাথে চালকের মৃত্যু হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল হসপিটালের মর্গে পাঠানো হয়।