বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিন চাষ ব্যবস্থা আরও ভয়াবহ হবে বলে বিশেষজ্ঞদের মত

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব উষ্ণায়ন (Global Warming) ও জলবায়ু পরিবর্তনের ফলে ফিবছর কোথাও অতিবৃষ্টি কোথাও অতিবৃষ্টি কোথাও আবার অনাবৃষ্টি, ফলে চাষের উৎপাদন ক্রমান্বয়ে কমে আসছে। চাষের খরচ বেড়ে যাচ্ছে আর তার ফলে কৃষক আরো বেশি ঋণগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও কৃষক আত্মহত্যার ঘটনাও ঘটছে। পরবর্তী প্রজন্ম চাষের প্রতি অনীহা দেখাচ্ছে। আগামী দিন চাষ ব্যবস্থা আরও ভয়াবহ হবে বলে বিশেষজ্ঞদের মত।জৈবিক কৃষি বর্তমান দিনে কতটা প্রাসঙ্গিক তা আমজনতা থেকে শুরু করে সরকারি আধিকারিক সহ জনপ্রতিনিধি সকলেই বুঝতে পারছেন। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাজলা জনকল্যাণ সমিতি বিগত আড়াই দশক ধরে জেলার নানা প্রান্তের কৃষকদের দ্বারা জৈব কৃষি ব্যবস্থার প্রচার ও প্রসারের কাজ করে চলেছে।

    বর্তমানে এই সমিতি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা ছাড়িয়ে ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষকদের মধ্যে প্রচার, প্রসার ও দক্ষতা বৃদ্ধির কাজ সহ সহজলভ্য জৈব কৃষিজ ফসল বিক্রয় করার মাধ্যমে তৈরির উদ্যোগ নিয়েছে। কাজলা জনকল্যাণ সমিতির প্রধান কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার কিষান স্বরাজ সমিতির উদ্যোগে ও কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায়, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৬০০ কৃষকদের নিয়ে \”জলবায়ু পরিবর্তনে* *চাষের ভবিষ্যৎ শীর্ষক \” একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই প্রাসঙ্গিক আলোচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন অর্ধেন্দুশেখর চ্যাটার্জী ফাউন্ডার মেম্বার, ডেভলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিস সেন্টার (কলকাতা) মহাশয়। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুজিত সিনহা অধ্যাপক, জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন, সুব্রত কুন্ডু (ডি. আর. সি. এস সি,) প্রতিনিধি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পূর্ণেন্দু কুমার ঘন্টা, কাঁথি মহাকুমার কৃষি আধিকারিক, এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন পন্ডা মহাশয় প্রমুখ।