এবার বন দফতরের পক্ষ থেকে জঙ্গলের শুকনো পাতা পরিষ্কার করার পরিকল্পনা নিল মেদিনীপুর বন বিভাগ

নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরই হাজারো সচেনতামূলক প্রচার মাইকিং করার পরেও বসন্তকালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, গুড়গুড়িপাল, গোপগড়, নয়াগ্রাম, শালবনী ব্লকের ভাদুতলা, গোদাপিয়াশাল, গোবরু পীড়াকাটা সহ বিস্তীর্ণ অঞ্চলের জঙ্গলে এই সময় গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে। সেই শুকনো পাতায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ফলে সেই শুকনো পাতার আগুন ক্রমশই ছড়িয়ে পড়ে গোটা জঙ্গল জুড়ে। যার ফলে ক্ষতি হচ্ছে জঙ্গলের মধ্যে বসবাসকারী বন্যপ্রানীদের জীবনশৈলী। মারা যাচ্ছে বহু ছোটছোট পোকা মাকড়, কীট পতঙ্গ ইত্যাদি। ফলে নষ্ট হচ্ছে জঙ্গলমহলের ভারসাম্য। বিভিন্ন ভাবে সেইসব মানুষদের জঙ্গলে আগুন লাগাতে নিষেধ করা সত্ত্বেও জঙ্গলে আগুন লাগানোর ঘটনা বন্ধ হচ্ছেনা। তাই এবার বন দফতরের পক্ষ থেকে জঙ্গলের শুকনো পাতা পরিষ্কার করার পরিকল্পনা নিল মেদিনীপুর বন বিভাগ