অবৈধ রক্ত বিক্রির অভিযোগে স্বাস্থ্যকর্মীকে জুতোর মালা পরালো বিক্ষোভকারীরা

নদীয়া: রক্তের কালোবাজারিকে নদীয়ার বগুলা গ্রামীণ হাসপাতালে জুতোর মালা পরিয়ে বরণ করলেন এলাকার লোকজন। কৌস্তব কুন্ডু নামে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে একজন কর্মীকে রক্তের কালো বাজারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করার পর তাকে বদলি করা হয়েছিল বগুলা গ্রামীণ হাসপাতালে।

    শনিবার ওই হাসপাতালে কৌস্তব যোগদান করতে গেলে তাকে ঘিরে ধরে হাসপাতালে অন্য স্বাস্থ্যকর্মীদের সামনে তুমুল বিক্ষোভ দেখান এলাকার লোকজন। এরপর তাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে, হাঁসখালি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বগুলা গ্রামীণ হাসপাতাল কৌস্তব কুন্ডু এদিন যোগদান করতে পারেননি। এ বিষয়ে হাঁসখালি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডা: বীরেন মজুমদার জানিয়েছেন,’ রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এলাকার লোকজন আমাদের কর্মী কৌস্তব কুন্ডু কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এটা সঠিক। জনরোষের মুখে পড়ে বাধ্য হয়ে পুলিশকে ডাকতে হয়। এদিন ওই কর্মীকে যোগদান করানো সম্ভব হয়নি। তাকে কৃষ্ণনগরে পাঠিয়ে দেওয়া হয়। গোটা বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’