|
---|
খান আরশাদ, বীরভূম:বীরভূমের খয়রাশোল ব্লকের হযরতপুরের সনাতন ধীবর নামে এক ব্যক্তির বাড়ির বাথরুমের সেফটি ট্যাংক পরিষ্কার করতে নামেন নির্মাণ শ্রমিক বীরবল বাদ্যকর। কিন্তু দীর্ঘ সময় বীরবল বাদ্যকর সেফটি ট্যাংক থেকে না বেরোনোয় তাকে উদ্ধার করতে নামেন সনাতন ধীবর। কিন্তু সনাতন ধীবরও সেফটি ট্যাংক থেকে বেরোতে পারেন না। তিনিও সেফটি ট্যাংকের মধ্যে আটকে পড়েন ।দুইজনের সেফটি ট্যাঙ্কে আটকে পড়া দেখে ঘটনাস্থলে থাকা অমৃত বাদ্যকর নামে আরেক ব্যক্তি ওই সেফটি ট্যাংকের মধ্যে নেমে পড়েন। কিন্তু তিনিও আর বেরোতে পারেননি। সেফটি ট্যাংক এর মধ্যেই ওই তিন ব্যক্তির মৃত্যু হয়।
খবর দেওয়া হয় কাঁকড়তলা থানার পুলিশ ও দমকল বাহিনীকে। কাঁকড়তলা থানার OC, দুবরাজপুর IC সহ ঘটনাস্থলে উপস্থিত হন DSP হেডকোয়ার্টার মোহতাসীম আক্তার। সেফটি ট্যাংক থেকে ওই তিন ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। সেফটি ট্যাঙ্কে অতিরিক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই তিন ব্যক্তির বলে পুলিশের অনুমান।