|
---|
নদীয়া: শান্তিপুর ফুলিয়া বয়রার গঙ্গার ঘাট পরিদর্শনে জেলা পরিষদের আধিকারিক ও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।
বিধায়ক জানান ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, বয়রার গঙ্গার ঘাটে আর একটি উন্নত মানের স্নান করার ঘাট তৈরি হোক।
এছাড়াও মহিলাদের জন্য একটি শৌচালয়, পাশাপাশি গঙ্গার এপার থেকে ওপারে সাধারণ মানুষের যাতায়াতের জন্য আরেকটি ঘাট তৈরি হলে দুই প্রান্তের মানুষের যাতায়াতের সুবিধা হয়।
মানুষের দাবি অনুযায়ী জেলা পরিষদের আধিকারিক ও বিধায়ক কিশোর গোস্বামী রবিবার গঙ্গার ঘাট পরিদর্শন করলেন। কিভাবে দ্রুততার সাথে কাজগুলি সম্পন্ন করা যায় এছাড়াও আগামী দিনে এই তিনটি প্রকল্প সঠিকভাবে যদি বাস্তবায়িত হয় তাহলে উপকৃত হবে শান্তিপুর ফুলিয়া বয়রা এলাকার সাধারণ মানুষসহ গঙ্গার ওপারের সাধারণ মানুষও। পাশাপাশি বিশেষ চিকিৎসা ব্যবস্থার জন্য সুবিধা হবে দুই পাড়ের মানুষের সেই কারণেই আজ এই গঙ্গার ঘাট পরিদর্শন।