অবলা প্রাণীর উপর ফের অ্যাসিড হামলা

নিজস্ব প্রতিবেদক:- দিন কয়েক আগেই পাঁড়ুই থানার অন্তর্গত পার্বতীপুরে একটি সারমেয়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু জামিন পেয়ে যায় সে৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেফের নৃশংস ঘটনা বীরভূমে ৷ অবলা প্রাণীর উপর ফের অ্যাসিড হামলা৷ পশু হাসপাতালে চিকিৎসা চলছে তার৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের পাহাড়েশ্বরের কাছে আনন্দকানন এলাকায়। বুধবার সকালে আহত অবস্থায় সারমেয়টিকে দেখতে পান স্থানীয় এক কলেজ ছাত্রী মঞ্জুষা চক্রবর্তী। তাঁর প্রচেষ্টায় সারমেয়টিকে সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তারা আহত সারমেয়কে দুবরাজপুর থেকে উদ্ধার করে নিয়ে আসে সিউড়ির পশু হাসপাতালে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই অবলা প্রাণীটি৷ জানা গিয়েছে, সারমেয়টির শরীরের একটা অংশ পুড়ে গিয়েছে এবং রক্ত বের হচ্ছে। সকলে অনুমানএই অবলা প্রাণীটির উপর অ্যাসিড হামলা হয়েছে।কুকুরটির চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়া থেকে সিউড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার নম্বর খুঁজে পান এবং যোগাযোগ করেন। স্বেচ্ছাসেবী সংস্থা খবর পেয়ে একজন পশু চিকিৎসককে তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠান৷ এবং সে প্রাথমিক চিকিৎসা শুরু করেন৷ এরপর কুকুরটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিউড়ি পশু হাসপাতালে নিয়ে আসা হয়৷ এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছেন তা এখনো জানা যায়নি। স্বেচ্ছাসেবী সংস্থারতরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি অথবা ব্যক্তিদের খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার সদস্য রাজর্ষি ঘোষ জানিয়েছেন, \”খবর পেয়ে আমরা দুবরাজপুর ছুটে যাই এবং সেখান থেকে এই সারমেয়টিকে উদ্ধার করে নিয়ে আসি। সারমেয়টি শরীরের এক দিকের ৬০% অংশ পুড়ে গিয়েছে। পরিস্থিতি খারাপ হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে।