|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: শুধু মাত্র ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসেই নয়, এমনকি পরের দিন ১০ আগস্টও আদিবাসী অধ্যুষিত বীরভূমের বেশ কিছু গ্রামে এই উপলক্ষে কিছু কর্মসূচী চোখে পড়ে৷ ব্যতিক্রম নয় রাজনগরও৷ ১০ আগস্ট সকালে স্থানীয় একটি সুপ্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা টেগোর সোসাইটির উদ্যোগ ও পরিচালনায় এবং বি এম জেড জার্মানীর সহযোগিতায় রাজনগর ব্লকের দুটি গ্রামে দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মাধ্যমে৷ খুশি আদিবাসী গ্রামের মানুষজনেরা৷
রাজনগর ব্লকের গাংমুড়ি— জয়পুর গ্রাম পঞ্চায়েতের কালীহিড় গ্রামে ও তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের মানিকডিহি গ্রামে উক্ত দিবস উপলক্ষে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছিল প্রাসঙ্গিক বক্তব্য, আদিবাসী নৃত্যানুষ্ঠান৷ আদিবাসী জন গোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, আত্মমর্যাদা ও সম্মান রক্ষার বিষয়ে কালীহিড় গ্রামে মূল্যবান বক্তব্য রাখেন স্বনির্ভর দলের নেত্রী কালীদাসী মুর্মু, নসী মুর্মু, দিদিমনি হেমরম, মিরুদি বেসরা, হীরামনি মুর্মু ও গ্রাম প্রধান লখিরাম মুর্মু৷ অন্যদিকে মানিকডিহি গ্রামে বক্তব্য রাখেন সর্বেশ্বর হাঁসদা৷ দুটি গ্রামেই আদিবাসী নৃত্য শিল্পীরা আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেন৷ পরিচালক তথা আয়োজক রুপে টেগোর সোসাইটির সদস্য ও কর্মীদের আন্তরিক প্রয়াস এদিনের অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলে৷ পরিচালকদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজকর্মী চন্দ্রকান্ত দত্ত এর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন৷