দীর্ঘদিন বাঘে মানুষের লুকোচুরির পর অবশেষে খাঁচা বন্দি বাঘকে ছাড়া হলো সুন্দরবনে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ভুবনেশ্বরী চড়ঘেরিতে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী সাত বছরের পুরুষ বাঘটিকে অবশেষে ছাড়া হলো এসটিআর চামতা পাঁচ নাম্বর কম্পার্টমেন্টে ফিটনেস সার্টিফিকেট মেলায়।
র‍্যয়াল বেঙ্গল টাইগার ৭ থেকে ৮ বছরের বাঘ টি বনদপ্তরের অধিকর্তা মিলন মণ্ডলের উপস্থিতিতে জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর । মাসখানেক ধরে রায়দিঘীর দমকল এলাকার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। অনুমান করা হচ্ছে বনকর্মীদের পাতা খাঁচায় এই বাঘটি ধরা পড়বে। অবশেষে বাঘ ধরা পড়ার খবর শুনে খুশি স্থানীয় বাসিন্দার সহ বন দপ্তরের কর্মীরা।

    বাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়,অবশেষে দমকলের ভুবনেশ্বরী চড়ায় জঙ্গলের মধ‍্যে খাঁচায় ধরা পড়ে বাঘটি। বাঘটির স্বাস্থ্যপরীক্ষা করার জন‍্য নিয়ে যাওয়া হয় । স্বাস্থ্য পরীক্ষা করার পর বাঘটিকে ছাড়া হয়েছে সুন্দরবনের গভীর অরণ‍্যে।
    এ নিয়ে রায়দিঘীর রেঞ্জার স্বপন মন্ডল বলেন বাঘটি লোকালয়ে না যাওয়ার সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । জঙ্গল ও লোকালয় এলাকায় নিবিড় নজরদারি চালানো হয়। বাঘটি সুস্থ ও স্বাভাবিক থাকায় দ্রুত জঙ্গলে ছাড়া হল বাঘটিকে। পুরুষ বাঘ যেটি ০২/০২/২০২২ তারিখে পূর্ব শ্রীপতিনগরে চলে গিয়েছিল এবং পরে ভুবনেশ্বরী চরল্যান্ডে প্রবেশ করেছিল ২১/০২/২০২২ তারিখে সকাল ১০.৩০মিনিটে খাঁচায় বন্দী হয়। উক্ত পুরুষ বাঘটিকে ২২/০২/২০২২ তারিখে V.O দ্বারা মেডিকেল চেক আপের পর STR-এর চামতা ৫ বগিতে বিকাল ৩ টায় ছেড়ে দেওয়া হয়েছে।