কুসুমের সাহিত্য পত্রিকার ১৮ তম বার্ষিক নিবেদন আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব ২০২৩ উপলক্ষে ইলিশ বাঁচাও সচেতনতা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:মাছের মধ্যে ইলিশের গুরুত্ব অপরিসীম সকল বাঙ্গালীর মধ্যে, গরম ভাতে ইলিশের স্বাদ নিতে সব সময় চাই সকল বাঙালিরা।

    তবে এই ইলিশের গুরুত্ব বজায় রাখতে এবং আগামী প্রজন্মের মধ্যে ইলিশের গুরুত্ব বোঝাতে এবার পথে নামল আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের কমিটি।শাকিল আহমেদ সম্পাদিত কুসুমের সাহিত্য পত্রিকার ১৮ তম বার্ষিক নিবেদন আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব ২০২৩।

    মৎস্যজীবীদের সচেতন করতে উদ্যোগী হলেন ডায়মন্ত হারবার প্রেস ক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা, এ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার শহরে জেটিঘটে পদ যাত্রার মধ্য দিয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করল উদ্যোক্তারা। তাদের বক্তব্য যেসব ছোট ইলিশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ ওই ছোট ইলিশের স্বাদ ও গন্ধ নেই পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত হচ্ছে, যার ফলে আগামী দিনে হয়তো মিউজিয়ামে দেখতে হবে এই ইলিশকে। এই দিন ইলিশ বাচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদ বলেন ইলিশের গুরুত্ব বজায় রাখতেই আমরা বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় প্রচারকার্য চালাচ্ছি, পাশাপাশি মৎস্য জীবীদের সচেতন করছি। যাতে ছোট ইলিশ না ধরা হয়, কারণ এক দিকে যেমন ইলিশের স্বাদ ও গন্ধ পাওয়া যায় না ওইসব ছোট মাছের মধ্যে। পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত করছে, তাই আগামী দিনে নিজের গুরুত্ব বজায় রাখতে ছোট ইলিশ যাতে না ধরা হয়,তবে উদ্যোক্তাদের এই কর্মকাণ্ড দেখে যথেষ্ট খুশি হয়েছে এলাকার ইলিশ প্রেমীরা।উপস্তিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, বিশিষ্ঠ সমাজ সেবী ও ডা:হা: ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদ,সংবাদিক ও বিশিষ্ঠ সমাজ সেবী ডা: ইয়ার নবী গায়েন,কবি গৌতম মণ্ডল,দিলীপ ঘোষ সহ আরো অন্যান্য কবি,সাহিত্য, বিশিষ্ঠ সমাজ সেবী ও ব্যাক্তিবর্গ।