|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট:- উস্তি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঠের পাড়ায়, কৃষক বন্ধুদের তাদের মাঠে জলের সমস্যার কথা ফোনে শোনালেন মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লক এর যুব সভাপতি ইমরান হাসান মোল্লা কে। তড়িঘড়ি তাদের ফোন পেয়ে এলাকার মাঠের জলের সমস্যার সমাধান করতে ছুটে যান মাঠে ,এবং কৃষক বন্ধুদের সঙ্গে ধান ক্ষেতে নেমে পড়েন সাথে তাদের সঙ্গে কাজে হাত লাগান। সেখানে দেখা যায় একটা খালের সমস্যার জন্য মাঠে জল জমিতে এই সমস্যা। যুব সভাপতি তিনি কৃষক বন্ধুদের সমস্যার কথা পঞ্চায়েত প্রধান এবং বিডিও সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। এবং তাদের পাশে থাকার আশ্বাস ও দিয়ে আসেন। এক ফোনে যুব সভাপতি কে কাছে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ।