|
---|
নিজস্ব সংবাদদাতা : আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে দুই বছর পর অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষনিক বক্তৃতা, অঙ্কন, নাটক, কুইজ প্রভৃতির মধ্যে দিয়ে পালিত হয়এই সাংস্কৃতিক প্রতিযোগিতা। আরামবাগের ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নেতাজি মহাবিদ্যালয়। করোনা মহামারীর জন্য বিগত দু’ বছর বন্ধ ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়েও হয়নি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা৷ বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান৷
তারপর থেকেই ছাত্র-ছাত্রীরা আবেদন করেন মহাবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ অবশেষে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হয় নেতাজি মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষণীয়। প্রতিযোগিতাগুলির বিচারকের পদে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় সহ উপাচার্য ডক্টর অসিম কুমার দে। আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা।সহ-উপাচার্য অসীম কুমার দে বলেন, ইউনিভার্সিটির পঠন-পাঠন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-ছাত্রীদেরকে আরও উৎসাহিত করার জন্য এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। প্রতি বছরই এই সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় কিন্তু বিগত দুই বছর তা বন্ধ ছিল। তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল। এত সংখ্যক প্রতিযোগী বিগত বছরে অংশগ্রহণ করেনি৷ দুই দিনের প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা৷ পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখেও খুশি শিক্ষক মহল৷