|
---|
নাসিমা লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : বারুইপুর জেলা পুলিশের আবারো বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার আধিকারিক দীনবন্ধু হালদারকে কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের টেংরাবিঁচি এলাকা থেকে গতকাল অর্থাৎ ১২ই এর্পিল দীনবন্ধুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে মেলে চারটি আগ্নেয়াস্ত্র, নগত ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। আজ তাকে বারুইপুর কোর্টে তুললে মহামান্য আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বিগত দিনে তাকে একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশক্রমে পশ্চিমবঙ্গের প্রতিটি থানা এলাকায় এই মুহূর্তে চলছে বোমা, বন্দুক, অস্ত্র উদ্ধারের কাজ।