|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা:কুলতলীর চুপড়িঝাড়া অঞ্চলের শ্রীবাস নস্কর এর কণ্যা গৌরী নস্কর মন্ডল পারিবারিক দেখাশোনার মাধ্যমে কুলতলির চুপড়িঝাড়া অঞ্চলের ঝুপখালী বাসিন্দা সন্ন্যাসী মন্ডল এর পুত্র রামপ্রসাদ মন্ডল এর সাথে আট বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । তাদের দুই পুত্র সন্তান একটির বয়স ৭ অপরটির ১। রাতে জামাই রামপ্রসাদ শ্বশুর মশাইকে ফোনে জানান, বাবা আপনার মেয়ে গন্ডগোল করছে। জামাই ফোনের উত্তরে শশুর শ্রীবাস নস্কর বলেন আমি সকালে যাচ্ছি বিষয়টা দেখছি।
তার কিছুক্ষণের মধ্যে জামাই শশুর বাবুকে আবার ফোন করেন বাবা আপনার মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ে-জামাইয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় শ্রীবাস নস্কর সহ পড়শীরা মেয়েকে দেখতে যান সেখানে গিয়ে তারা দেখেন জামাইয়ের বাড়ির লোকজন বাড়িতে নেই। মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে ঘরে । কিছুক্ষণের মধ্যে খবর দেয়া হয় কুলতলী থানায় । কুলতলী থানার ভারপ্রাপ্ত অফিসার দেহটি জয়নগর রুরাল হাসপাতালে আনলে ডাক্তারবাবু মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ওই মহিলার দেহ কুলতলী থানায় নিয়ে যায় । দেহ টি ময়নাতদন্তের জন্য পাঠানো তোড়জোড় শুরু করেছেন। কুলতলী থানার আধিকারিক বিষয়টি দেখছেন । এই মূহুর্তে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ের পরিবারের দাবি এই খুনের সঙ্গে যারা জড়িত তারা উচিত শাস্তি পাক।