“কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী কমিশন । নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত ।” মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের

নতুন গতি নিউজ ডেস্ক : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশনের অপদার্থতা। অবিলম্বে কমিশন পদক্ষেপ না করলে গণনা বন্ধ করে দেব। মিটিং-মিছিলের সময় নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল? গোটা পরিস্থিতির জন্য কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। এই ভাষায় আজ কড়া হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

    মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ জানার পর তিনি বলেছেন, ‘বিজেপির কথাতেই চলছে নির্বাচন কমিশন। শেষ দুই দফার ভোট একসঙ্গে করানোর জন্য আমরা বহুবার আবেদন করেছি। কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি।‘ ​মিনার্ভা থিয়েটার থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। আদালত পরিষ্কার বলেছে, কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। কেরল, তামিলনাড়ুতে এক দফায়, অসমে দুই দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট করা হল। মানুষকে মেরে ফেলার জন্য? তৃতীয় দফার ভোটের কোভিড পরিস্থিতি অবনতির দিকে চলে যাচ্ছিল সেটা বোঝা গিয়েছিল।

    কমিশনকে চিঠি লিখেছিলাম দফা কমানোর জন্য। কিন্তু আমাদের দাবি শোনেনি কমিশন। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, আমাদের এখন দু’দিকেই জ্বালা। একদিকে কমিশন সব জায়গা দখল করে রেখেছে। সেফ হাউস করতে পারছি না। অন্যদিকে আমাদের ওপর জুলুম হচ্ছে।