দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার পর মুর্শিদাবাদে খুন তৃণমূল নেতা

আসিফ আলম, নতুন গতি , বহরমপুর :দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার পর মুর্শিদাবাদে খুন তৃণমূল নেতা। এবার মুর্শিদাবাদে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে। মৃত ওই তৃণমূল নেতার নাম, নাজিমুল শেখ ওরফে নাজু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নিয়াল্লিসপাড়া এলাকায়।
ঘটনাকে  কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে ।

    জানা গেছে, বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া অঞ্চলের মসূরী ডাঙার বাসিন্দা তৃণমূল নেতা নাজমুল হক সোমবার সকালে বহরমপুর থেকে নৌকায় গোপালঘাট ফেরিঘাটে হয়ে বাড়ি যাচ্ছিলেন। সেসময় হঠাতই তিনচারজন দুস্কৃতি বাইকে করে এসে নাজমুল কে লক্ষ করে গুলি চালিয়ে পালীয়ে যায়।তাদের সবারই হেলমেট পরা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ নাজু শেখের বুকে গুলি লাগে। স্থানীয়রা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে দিবালোকে প্রকাশ্যে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুরে । কে বা কারা খুন করলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।