আবার হরপা মাল নদীতে ,ভেসে গেছে কয়েকটি দোকান

নিজস্ব সংবাদদাতা : দশমীর রাতের স্মৃতির রেশ কাটতে না কাটতে আবার হরপা মাল নদীতে। শনিবার বিকালে আবার হরপা বান আসে মাল নদীতে।

     

    ঘটনার বিষয়ে জানা গিয়েছে শনিবার বিকালে কালিংপং জেলার অন্তর্গত গরুবাথানের সংলগ্ন এলাকায় হরপা বান আসে।পিকনিক স্পট বলে পরিচিত জায়গাটি,কয়েকটি দোকান হরপার কারণে ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে হতাহত কিংবা ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।প্রসঙ্গত পাহাড়ি এলকায় বৃষ্টিপাতের কারণে আবার হরপা বানের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।এছাড়া বৃষ্টিপাতের কারণে শিলিগুড়ি ওদলাবারি ৩১ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ার খবর পাওয়া গেছে।জলের স্রোত এতটাই ছিল যে অন্তত ২ ঘন্টা যান চলাচল বন্ধ রাখতে হয়।