|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : বিদ্যুৎ চুরির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মালদার এক যুবক ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলি পাড়া এলাকায়। এই ঘটনায় তিন অভিযুক্তর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রতিবাদী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত প্রতিবাদীর নাম মিঠুন সাহানি বয়স ২৯। বাড়ি ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপারা এলাকাতেই। আক্রান্ত যুবকের অভিযোগ প্রতিবেশী কয়েকজন যুবক বিদ্যুৎ চুরি করেছিল। এরই প্রতিবাদ করেছিল সে। প্রতিবাদ করায় প্রতিবেশী – বিশাল মন্ডল, সুরোজ মন্ডল এবং ভরত মণ্ডল লোহার রড় দিয়ে তাকে মারধর করে। তার মাথায় গুরুতর আঘাত লাগে । আক্রান্ত মিঠুন সাহানি এই তিনজনের নামে শুক্রবার ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।