|
---|
অশ্বিনী গুপ্তা,নতুন গতি,মালদা : মালদা জেলার সি.এফ সমিতির অন্তর্গত বামন গোলা ব্লকের সি.এফ সমিতির পক্ষ থেকে বামনগোলা বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সি.এফ কর্মীবৃন্দ মিছিল করে বিডিও অফিসে এসে পৌঁছান স্মারকলিপি দিতে। বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন সংগঠনের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।
সংগঠনের নেতা হরিপদ বর্মন বলেন তারা মিশন নির্মল বাংলা কাজের সঙ্গে যুক্ত, কিন্তু সারা মাস কাজ পাচ্ছেন না তারা। এই সংগঠনের পক্ষ থেকে বামন গোলা বিডিও অফিসে কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় বিডিও হাতে।
তাদের দাবিগুলো হলো-সমস্ত সি এফ দের মাসিক ভাতা প্রদান করতে হবে, কোন সিএফ কে কাজ থেকে বরখাস্ত করা যাবে না, সকল সিএফ কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে, ও স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করতে হবে, সকল সিএফ কর্মীদের পরিচয় পত্র প্রদান করতে হবে প্রভৃতি। এ বিষয়ে সিএফ সমিতির নেতা হরিপদ বর্মন বলেন সিএফ কর্মীদের দাবি নিয়ে আজকে স্মারকলিপি প্রদান করা বামনগোলা বিডিও অফিসে। তিনি বলেন বিডিও তাদের দাবিগুলো বিবেচনার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ।।